Wednesday, December 3, 2014

Sopno dos

বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। এটাকে ‘ভেজাস্বপ্ন’ও বলা হয়।
১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ। তবে বয়ঃসন্ধিকালের পরে যেকোনো সময় স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয়, তাকে কখনো কখনো ‘সেক্স ড্রিম’ বলে। মহিলাদের ঘুমের মধ্যে চরম পুলক লাভের অভিজ্ঞতা ঘটতে পারে।
স্বপ্নদোষের মাত্রা
স্বপ্নদোষের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। কিছু পুরুষের টিনএজারদের মতো বেশিসংখ্যক স্বপ্নদোষ হয়, আবার অনেক পুরুষের একবারও হয় না। যুক্তরাষ্ট্রের ৮৩ শতাংশ পুরুষের জীবনে কখনো না কখনো স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। পশ্চিমা দেশগুলোর বাইরের দেশগুলোতে ৯৮ শতাংশ পুরুষের স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে। অবিবাহিতদের ক্ষেত্রে, ১৫ বছর বয়সী ছেলেদের সপ্তাহে ০.৩৬ বার থেকে শুরু করে ৪০ বছর বয়সী পুরুষদের সপ্তাহে ০.১৮ বার স্বপ্নদোষ হয়। বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এই মাত্রা ১৯ বছর বয়সী ছেলেদের সপ্তাহে ০.২৩ বার থেকে ৫০ বছর বয়সী পুরুষদের সপ্তাহে ০.১৫ বার হয়।
কিছু পুরুষ কেবল একটা নির্দিষ্ট বয়সে এ ধরনের স্বপ্ন দেখেন, পক্ষান্তরে অন্য বয়ঃসন্ধিকালের পর থেকেই সারাজীবন এ ধরনের স্বপ্ন দেখতে থাকেন। ঘন ঘন স্বপ্নদোষের সাথে ঘনঘন হস্তমৈথুন করার সুনিশ্চিত সম্পর্ক নেই। বিশ্বখ্যাত যৌন গবেষক আলফ্রেড কিনসে দেখেছেন, ‘ঘনঘন হস্তমৈথুন এবং ঘনঘন যৌন উত্তেজক স্বপ্নের মধ্যে কিছুটা সম্পর্ক থাকতে পারে। সাধারণভাবে যেসব পুরুষের ঘনঘন স্বপ্নদোষ হয়, তারা কম হস্তমৈথুন করেন। এসব পুরুষের কেউ কেউ গর্বিত হন এই ভেবে যে, তাদের ঘনঘন স্বপ্নদোষ হয়, এ কারণে তারা হস্তমৈথুন করেন না। অথচ এদের বেলায় উল্টোটা সত্যি। তারা হস্তমৈথুন করেন না কারণ তাদের ঘনঘন স্বপ্নদোষ হয়।’
একজন পুরুষের স্বপ্নদোষের মাত্রা বেড়ে যায় যদি তিনি টেস্টোসটেরনসমৃদ্ধ ওষুধ গ্রহণ করেন। একটি গবেষণায় দেখা গেছে, কিছুসংখ্যক বালক টেস্টোসটেরনের মাত্রা বাড়ানোর ফলে তাদের স্বপ্নদোষের মাত্রাও মারাত্মকভাবে বেড়ে গেছে। ১৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে।
বয়ঃসন্ধিকালে ১৩ শতাংশ পুরুষের প্রথম বীর্যপাতের অভিজ্ঞতা ঘটে স্বপ্নদোষ হিসেবে। তবে অনেকেই প্রথম বীর্যপাত ঘটায় হস্তমৈথুনের মাধ্যমে।
স্বাভাবিকভাবে বীর্যপাতের পরে পুরুষাঙ্গ শিথিল হয়ে যায়। তবে স্বপ্নদোষের ক্ষেত্রে, বীর্যপাতের পরও পুরুষাঙ্গ শক্ত থাকে।
যদিও স্বপ্নদোষ প্রতিরোধ করতে কিংবা বন্ধ করতে বেশকিছু চিকিৎসা রয়েছে, তবে অনেকেই সেই চিকিৎসার মধ্যে যান না। হিক্কার মতো স্বপ্নদোষেরও অনেক ধরনের ঘরোয়া প্রতিষেধক রয়েছে, তবে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তা ছাড়া স্বপ্নদোষ কোনো শারীরিক ক্ষতি করে না বলে এবং কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে না করে বলে সাধারণত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেয়া হয় না।
মহিলাদের ক্ষেত্রে কিনসে দেখেছেন, ৫ হাজার ৬২৮ জন মহিলার মধ্যে প্রায় ৪০ শতাংশ মহিলা তাদের ৪৫ বছর বয়সের সময় কমপক্ষে একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন। ওই সব মহিলা কিনসের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। এক গবেষণায় দেখা গেছে, ৮৫ শতাংশ মহিলা তাদের ২১ বছর বয়সের সময় স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেন। কেউ কেউ ১৩ বছর বয়সে পড়লে এ অভিজ্ঞতা লাভ করেন। যেসব মহিলা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করেন, সাধারণত তাদের বছরে কয়েকবার এটা হয়। মহিলাদের রতিমোচন হিসেবে ঘুমের মধ্যে যৌন উত্তেজনা জাগে যার মাধ্যমে তারা রতিমোচনের অভিজ্ঞতা লাভ করেন। পুরুষদের ক্ষেত্রে তাদের স্বপ্নদোষ নির্ণয় করা সহজ, কারণ হলো বীর্য। মহিলাদের যোনিপথে নিঃসরণ রাগ মোচন ছাড়াই যৌন উত্তেজনার চিহ্ন হতে পারে।
স্পারম্যাটোরিয়া
১৮ ও ১৯ শতকে, যদি একজন রোগীর ঘনঘন অনৈচ্ছিক বীর্যপাত হতো কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ বীর্য বের হতো তখন তার রোগ নির্ণয় করা হতো স্পারম্যাটোরিয়া বা ‘ধাতুদৌর্বল্য’ বলে। এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ এবং অন্যান্য চিকিৎসা যেমনন্ধ খৎনা করার পরামর্শ দেয়া হতো। বর্তমানে কিছু হার্বাল ওষুধ দিয়ে অনেকেই এর চিকিৎসা করলেও তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
প্রচলিত ধারণা
অনেক রোগী স্বপ্নদোষ হওয়াকে মারাত্মক রোগ বলে মনে করেন। তাদের ধারণা, যৌবনে এটা একটা প্রধান যৌন সম্পর্কিত রোগ। কেউ কেউ নানা ধরনের চিকিৎসা করানন্ধ এমনকি স্বপ্নদোষ ও হস্তমৈথুনের জন্য প্রচলিত ব্যয়বহুল চিকিৎসা করান। এদের অজ্ঞতার সুযোগ নেন অনেকে। স্বপ্নদোষকে ভয়াবহ রোগ হিসেবে অভিহিত করে রোগীর মনে আতঙ্ক সৃষ্টি করেন।
- See more at: http://www.bd24live.com/bangla/article/14036/index.html#sthash.kMf5TzNF.dpuf

Tuesday, September 16, 2014

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ২০ ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্কুল্র অন্যান্য শিক্ষার্থীরা চরম আতংকে স্কুল ছেড়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে বিদ্যালয় চলাকালীন ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। ওই অবস্থায় তাদের পরে ভর্তি করা হয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সুফিয়ান রিজভী জানান, দুপুর ১টার দিকে ক্লাস চলাকাল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর অন্তত ২০ জন ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। এর মধ্যে ১১ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বাকিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণীর ওই ক্লাসে প্রথমে জান্নাতি খানম (১২) নামে এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এরপর পর্যায়ক্রমে একইভাবে অজ্ঞান হয়ে পড়ে অন্তত ২০ জন ছাত্রী।
পরে হাবিবা খানম (১২), কেয়ামনি (১২), ফাতেমা খানম (১৩), ঝুমা(১৫), নুপুর (১৪), সুইটি (১৪), সেতু (১১), শম্পা (১৪), শিমু (১৪), ফাতেমাকে (১২) পাশের জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পবিত্র কুমার কুণ্ড বলেন, এটা কোনো রোগ নয়, এটি মনোস্তাত্মিক সমস্যা।

Monday, July 28, 2014

হামলা

সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনির গাজায় জাতিসংঘ স্কুলে হামলা করে ১৬ জনকে হত্যা করেছে। এই হত্যার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

হামলার পর গাজার একটি হাসপাতালে আশ্রয় নিতে আসা হতাহতদের স্বজনরা জানায়, তাদের আরো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে এটা ভেবে বাসের জন্য স্কুলের বারান্দায় অপেক্ষা করছিলেন। এসময় তাদের ওপর গোলা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘ হামলার সত্যতা পেলেও সূত্র নিশ্চিত হতে পারেনি।

গত বৃহস্পতিবারের ওই হামলার কথা স্বীক‍ার করেছে ইসরায়েলও। তবে তারা জানায়, এরিয়েল ফুটেজে তারা দেখতে পান স্কুলের প্রাঙ্গনটি খালি ছিল। তাদের শেলের আঘাতে কেউই হতাহত হয়নি।

ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্রের দাবি, উদ্দেশ্যমূলকভাবে হামলা চালানো হয়নি।

ফিলিস্তিনি সরকারি কর্মকর্তার জানায়, বেইথ হানুন এলাকায় ইসরায়েলের তিনটি ট্যাংক শেল স্কুলটিতে আঘাত হানে। গাজায় সংঘর্ষ শুরুর পর একক হামলায় এতো বড় ধরনের হতাহতের ঘটনা এটি অন্যতম।

সীমান্ত এলাকার সংঘর্ষ থেকে বাঁচতে শত শত ফিলিস্তিন জাতিসংঘের এমন স্কুলে আশ্রয় নিয়ে থাকে।
জাতিসংঘের এইড এজেন্সি এই হামলার পূর্ণ তদন্ত দাবি করেছে।

গত ৮ জুলাই ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত হাজারের বেশিও ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল-ফিতরকে সামনে রেখে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস

News

দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নসহ মুসলিম উম্মার শান্তি কামনায় কোটি কোটি মানুষ দু’হাত তুলে প্রার্থনা করল। ঝরলো চোখের পানি। ফিলিস্তিনে ইসরায়লি বর্বরতার হাত থেকে গাজাবাসীর হেফাজত কামনাও করা হলো।

এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সোমবার রমজানের শেষ সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বয়ে গেল আনন্দের ফোয়ারা। ঈদের সকালে সেই আনন্দে ঈদগাহে ঈদগাহে নামাজ আদায় শেষে প্রার্থনা করল দেশ-জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনায়। চোখের পানি বিসর্জন দিয়ে পরম করুনাময়ের রহমত কামনা করা হলো।

হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বিশিষ্টজনরা এ জামাতে নামাজ আদায় করেন। জামাতে অংশ নেন লক্ষাধিক মানুষ।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১১টায় ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহে যাওয়া শুরু করেন। ঈদগাহ ছাড়াও রাজধানী ঢাকার পাড়া-মহল্লায় মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়


Wednesday, July 23, 2014

Click Here
ফিলিস্তিনি পুরুষ বলে-
আমরা দিনে ছয়
ওয়াক্ত নামাজ পড়ি- ফজর, যুহর,
আসর,
মাগরিব, ঈশা ও জানাজা ।
ফিলিস্তিনি নারী বলে-
আমরা রাতে হিজাব
পড়ে ঘুমাই, কারণ আমরা চাই
না ঘুমন্ত অবস্থায়
মারা গেলে ইহুদীরা আমাদের
চেহারা দেখুক ।
ফিলিস্তিনি শিশু বলে- আমার
মুখে বোমার স্প্লিন্টার
ধুকে যাওয়ায়
কি আমার
রোজা ভেঙ্গে যাবে? আর
ইহুদী নারী এম পি বলে- সব
ফিলিস্তিনি মায়েদের
মেরে ফেলা উচিৎ
এখনো আপনি নিরপেক্ষ?
তাহলে শুনুন, দল
কিন্তু দুইটাই- হিজবুল্লাহ(আল্লাহর দল) আর হিজবুশ শায়তান
(শয়তানের দল); নিরপেক্ষ
নামে কোনো দল নেই।
আপনি মুসলিম
হলে তো মুসলিম ভাইয়ের মজলুম
অবস্থা দেখেও চুপ
থাকলে আপনার
ঈমানই অনুপস্থিত আর একজন
সাধারণ মানুষ হিসেবে হলেও
এমন মজলুমদের
দেখেও নিশ্চুপ থাকা আপনার
মনুষ্যত্ব
না থাকারই প্রমাণ।
অথচ আল্লাহ
তায়ালা বলেছেন,
তোমরা সৎকাজের আদেশ ও
অসৎ
কাজের নিষেধ করো।
ইহা কি অসৎ নয়?
যারা আজ
ক্ষমতা থাকা সত্বেও এই
বর্বরতা চেয়ে চেয়ে দেখছেন,
অবশ্যই
ক্বিয়ামতের দিন
ধরা পড়বেন।
গত কাল থেকে পয়সা যুব সংঘ এর উদ্যোগে সর্টপিচ টুনামেন্ট শুরু হয়,
 অাজ মাইনার দুরদন্ত খেলায় জিতেছে পয়সা যুব সংঘ (মাইনা) ৫৪ রান ২০ বলে.

ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে গাজায় একটি প্রতিনিধি দল পাঠাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, "এ হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটা নারকীয় হামলা। ১৪ দল শুধু উদ্বিগ্ন নয়, এ বিষয়ে করণীয় কিছু আছে মনে করে। এজন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে সহমর্মিতা জানানোর জন্য।"
এ ব্যাপারে স্বরাষ্টমন্ত্রীকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, "গাজায় যে নারকীয় হামলা করা হচ্ছে এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। পবিত্র রমজান মাসে প্রতিদিন সেখানে রক্ত ঝরছে।"
ইসরাইলকে পরোক্ষভাবে কয়েকটি শক্তিধর দেশ মদদ দিচ্ছে বলেও উল্লেখ করেন এই তিনি।

ঈদের পর বিএনপি সরকার পতনে আন্দোলনের হুমকি দিচ্ছে এ ব্যাপারে ১৪ দলের কি প্রস্তুতি আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা সবসময় সতর্ক আছি। ওরা একাত্তরের ঘাতক ও খুনীদের দোসর। ওদের মোকাবিলা করতে সবসময় প্রস্তুত আছি, ভবিষ্যতেও থাকব।"

তিনি আরো বলেন, "আবারো যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি হয়, সেটা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।"

তিনি জানান, ১৪ দল আগস্ট মাসে কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। এটা দপ্তর সমন্বয়ক কমিটির নেতাদের সঙ্গে বসে কিছু দিনের মধ্যে ঠিক করে পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এছাড়াও সেপ্টেম্বরে বিভাগীয় সফর শুরু হবে এবং ঢাকায় একটি প্রতিনিধি সম্মেলনও করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানান তিনি।

ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয় শেখ হাসিনার দৃঢ়চেতা ও সময়োচিত পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, "বাংলার জনগণকে সমুদ্রসীমা জয় নিয়ে সমাবেশের মাধ্যমে, জনসভার মাধ্যমে সামনে জানানো হবে।"
বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, জাসদের হাসানুল হক ইনু, শিরীন আকতার, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, বাসদের রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল, গণ আজাদী লীগের এস কে শিকদার, আওয়ামী লীগের আহমেদ হোসেন, ড. আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী
পবিত্র ওমরাহ হজ পালন করলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া একটার দিকে নবনির্মিত মাতাফ ব্রিজের দ্বিতীয় তলা দিয়ে সফর সঙ্গীদের নিয়ে তাওয়াফ শুরু করে রাত ৩টার দিকে ওমরাহ পালন সম্পন্ন করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া এরাবিয়াতে (ট্রলি) করে তাওয়াফ এবং সাফওয়া মারওয়া সাঈ করলেও পায়ে হেঁটেই তাওয়াফ এবং সাঈ করেন তারেক রহমান।
নিরাপত্তার কারণে ঢাকা থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সাংবাদিক এবং নেতাকর্মীদের মাতাফে (তাওয়াফের স্থান) প্রবেশ করতে এবং ছবি তুলতে দেওয়া হয়নি।
ওমরাহ'র আনুষ্ঠানিকতা সেরে খালেদা জিয়া, তারেক রহমান এবং তাদের সফর সঙ্গীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সৌদি রয়েল প্যালেসের উদ্দেশে যাত্রা করেন তারা।
দেশের ফেরার আগ পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে সেখানেই তারা অবস্থান করবে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র।

Tuesday, July 22, 2014

২ জুলাই (জাস্ট নিউজ) : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ-২০১৪ এর লোগো উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সিরিজের টাইটেল স্পন্সর ঢাকা ব্যাংক লিমিটেড লোগো উন্মোচন উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সিরিজের লোগো এবং ট্রফি উন্মোচন করেন ঢাকা ব্যাংক লিমিটেড’র প্রতিষ্ঠাতা এবং পরিচালক মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে ব্যাংকটির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস, সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আলতাফ হোসেন সরকার, খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, এমরানুল হক, খান শাহাদৎ হোসেন, কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক এবং বিভাগীয় প্রধানগণ।

ঢাকা ব্যাংকের সব গ্রাহকের মধ্যে উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে ‘স্কোর এন্ড উইন’ নামে একটি ক্যাম্পেইনও চালু করা হয়েছে। আগামী ২৩ তারিখ থেকে শুরু হবে এ ক্যাম্পেইন এবং পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-সিংগাপুর-ঢাকা এয়ার টিকেট ও গিফ্‌ট চেক। 

উল্লেখ্য, আগস্টের ২০ তারিখ থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে এবং চলবে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত। এ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি একদিনের ম্যাচ, দুইটি টেস্ট ও একটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। চারটি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

মেয়েদের সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য



একজন
 ছেলের পক্ষে তার সঙ্গিনী কী চিন্তা করেন এবং কী ভাবেন তা খুঁজে বের করা
অনেক বেশি কঠিন ছেলেরা কিছুতেই বুঝতে পারেন না আসলে তার সঙ্গিনী কী বলতে
চাইছেন মেয়েরা অনেক বেশি মাত্রায় আবেগী হয় যার কারণে মেয়েরা অনেক কিছুই
আচরণ প্রকাশ করতে চান, মুখে বলতে পছন্দ করেন না কিন্তু ছেলেরা ঠিক এর
উল্টোটা ছেলেরা সব কথা মুখে বলতেই পছন্দ করেন এবং শুনতেও পছন্দ করেন
কিন্তু কি- বা করার আছে এই কারণেই ছেলে মেয়ে সম্পূর্ণ আলাদা

সমস্যা হলো মনের অজানা কথা বুঝতে না পারার কারণে মেয়েরা বেশিরভাগ সময়
ছেলেদের উপর অভিমান করে থাকেন এতে করে ঝামেলায় পড়েন ছেলেরা তাই মেয়েদের
মানসিকতা এবং মনোভাব সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা উচিৎ সকল ছেলেরই এতে
করে তার সঙ্গিনীকে বুঝতে বেশ সুবিধা হবে এবং সঙ্গিনীও অভিমান কম করেই
করবেন চলুন তবে জেনে নেয়া যান মেয়েদের সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য
তথ্য-
মেয়েরা ভালোবাসা প্রকাশ করাটা অনেক বেশি পছন্দ করে থাকেন। আপনি অনেক চাপা বা লাজুক স্বভাবের হলেও নিজের ভালোবাসা প্রকাশ করুন। সেটা যেভাবেই হোক। প্রশংসা করুন, উপহার দিন কিংবা সরাসরি তাকে বলুন আপনি তাকে কতোটা ভালোবাসেন।
তথ্য-
অনেক সময়েই মেয়েদের অভিমান পুরোটাই থাকে অভিনয়। মেয়েরা মাঝে মাঝে অভিমানের অভিনয় করে তার প্রেমিক বা স্বামীর পরীক্ষা নিয়ে থাকেন। তারা দেখতে চান তার অভিমানের মূল্য তার প্রেমিক বা স্বামীর কাছে কতোটুকু। তাই আপনি যদি নিজের সঙ্গিনীর অভিমানকে অবহেলা করতে চান তবে ভুল করবেন।
তথ্য-
আপনার সঙ্গিনী যদি আপনার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে বিরক্ত বোধ করেন এবং কথা ঘুরানোর চেষ্টা করেন তবে অবশ্যই আপনি সেই নামটি আর মুখে আনবেন না। কারণ বেশিরভাগ মেয়েরাই নিজের পছন্দের মানুষটির মুখ থেকে নিজের নামটি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের নাম শুনতে চান না একেবারেই।
তথ্য-
মেয়েরা গিফট খুব বেশি পছন্দ করে থাকেন। যদি কোনোভাবেই নিজের সঙ্গিনীর অভিমান ভাঙাতে না পারেন তবে তাকে গিফট করুন তার পছন্দের কোনো জিনিস। দেখবেন অভিমান খুব বেশিক্ষন ধরে রাখতে পারবেন না তিনি।
তথ্য-
আপনার সঙ্গিনী যদি আপনাকে ফোন দিয়ে সবসময় আপনার খোঁজ খবর নেয়ার জন্য উদগ্রীব থাকেন এবং আপনি ফোন না ধরলে মন খারাপ করেন তখন বুঝে নেবেন তিনি আপনাকে অনেক বেশিই ভালোবাসেন। এখন কথা হলো সন্দেহের জন্য খোঁজ নেয়া এবং কেয়ার করার জন্য খোঁজ নেয়া নিয়ে। যদি আপনার সঙ্গিনী সন্দেহ করেন আপনার প্রতি তাহলে তার কথার তীরের মাধ্যমেই আপনি তা বুঝতে পারবেন। আর যদি তার খোঁজ খবর নেয়ার পেছনে শুধুই কেয়ার থাকে তাহলে কথায় কোনই সন্দেহের লেশ পাবেন না। তাই এই খোঁজ খবর নেয়ার অর্থটাকে সব সময় আঠার মতো লেগে থাকা নামটি দেবেন না।
তথ্য-
আপনারা কথা বলার মাঝে আপনার কোনো কথার প্রেক্ষিতে যদি আপনার সঙ্গিনী আপনাকে বলেন, ‘কি বললে বুঝতে পারিনি, আবার বলো’, তাহলে তা ভুলেও দ্বিতীয়বার বলতে যাবেন না। এই কথার অর্থ হচ্ছে তিনি আপনার কথা শুনেছেন এবং বুঝেছেন কিন্তু তার কথাটি পছন্দ হয়নি। তিনি আপনাকে আবার বলো বলতে বুঝাচ্ছেন কথাটি ঠিক করে নিন।