Monday, July 28, 2014

News

দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নসহ মুসলিম উম্মার শান্তি কামনায় কোটি কোটি মানুষ দু’হাত তুলে প্রার্থনা করল। ঝরলো চোখের পানি। ফিলিস্তিনে ইসরায়লি বর্বরতার হাত থেকে গাজাবাসীর হেফাজত কামনাও করা হলো।

এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সোমবার রমজানের শেষ সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বয়ে গেল আনন্দের ফোয়ারা। ঈদের সকালে সেই আনন্দে ঈদগাহে ঈদগাহে নামাজ আদায় শেষে প্রার্থনা করল দেশ-জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনায়। চোখের পানি বিসর্জন দিয়ে পরম করুনাময়ের রহমত কামনা করা হলো।

হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বিশিষ্টজনরা এ জামাতে নামাজ আদায় করেন। জামাতে অংশ নেন লক্ষাধিক মানুষ।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১১টায় ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহে যাওয়া শুরু করেন। ঈদগাহ ছাড়াও রাজধানী ঢাকার পাড়া-মহল্লায় মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়


Wednesday, July 23, 2014

Click Here
ফিলিস্তিনি পুরুষ বলে-
আমরা দিনে ছয়
ওয়াক্ত নামাজ পড়ি- ফজর, যুহর,
আসর,
মাগরিব, ঈশা ও জানাজা ।
ফিলিস্তিনি নারী বলে-
আমরা রাতে হিজাব
পড়ে ঘুমাই, কারণ আমরা চাই
না ঘুমন্ত অবস্থায়
মারা গেলে ইহুদীরা আমাদের
চেহারা দেখুক ।
ফিলিস্তিনি শিশু বলে- আমার
মুখে বোমার স্প্লিন্টার
ধুকে যাওয়ায়
কি আমার
রোজা ভেঙ্গে যাবে? আর
ইহুদী নারী এম পি বলে- সব
ফিলিস্তিনি মায়েদের
মেরে ফেলা উচিৎ
এখনো আপনি নিরপেক্ষ?
তাহলে শুনুন, দল
কিন্তু দুইটাই- হিজবুল্লাহ(আল্লাহর দল) আর হিজবুশ শায়তান
(শয়তানের দল); নিরপেক্ষ
নামে কোনো দল নেই।
আপনি মুসলিম
হলে তো মুসলিম ভাইয়ের মজলুম
অবস্থা দেখেও চুপ
থাকলে আপনার
ঈমানই অনুপস্থিত আর একজন
সাধারণ মানুষ হিসেবে হলেও
এমন মজলুমদের
দেখেও নিশ্চুপ থাকা আপনার
মনুষ্যত্ব
না থাকারই প্রমাণ।
অথচ আল্লাহ
তায়ালা বলেছেন,
তোমরা সৎকাজের আদেশ ও
অসৎ
কাজের নিষেধ করো।
ইহা কি অসৎ নয়?
যারা আজ
ক্ষমতা থাকা সত্বেও এই
বর্বরতা চেয়ে চেয়ে দেখছেন,
অবশ্যই
ক্বিয়ামতের দিন
ধরা পড়বেন।
গত কাল থেকে পয়সা যুব সংঘ এর উদ্যোগে সর্টপিচ টুনামেন্ট শুরু হয়,
 অাজ মাইনার দুরদন্ত খেলায় জিতেছে পয়সা যুব সংঘ (মাইনা) ৫৪ রান ২০ বলে.

ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে গাজায় একটি প্রতিনিধি দল পাঠাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, "এ হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটা নারকীয় হামলা। ১৪ দল শুধু উদ্বিগ্ন নয়, এ বিষয়ে করণীয় কিছু আছে মনে করে। এজন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে সহমর্মিতা জানানোর জন্য।"
এ ব্যাপারে স্বরাষ্টমন্ত্রীকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, "গাজায় যে নারকীয় হামলা করা হচ্ছে এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। পবিত্র রমজান মাসে প্রতিদিন সেখানে রক্ত ঝরছে।"
ইসরাইলকে পরোক্ষভাবে কয়েকটি শক্তিধর দেশ মদদ দিচ্ছে বলেও উল্লেখ করেন এই তিনি।

ঈদের পর বিএনপি সরকার পতনে আন্দোলনের হুমকি দিচ্ছে এ ব্যাপারে ১৪ দলের কি প্রস্তুতি আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা সবসময় সতর্ক আছি। ওরা একাত্তরের ঘাতক ও খুনীদের দোসর। ওদের মোকাবিলা করতে সবসময় প্রস্তুত আছি, ভবিষ্যতেও থাকব।"

তিনি আরো বলেন, "আবারো যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি হয়, সেটা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।"

তিনি জানান, ১৪ দল আগস্ট মাসে কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। এটা দপ্তর সমন্বয়ক কমিটির নেতাদের সঙ্গে বসে কিছু দিনের মধ্যে ঠিক করে পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এছাড়াও সেপ্টেম্বরে বিভাগীয় সফর শুরু হবে এবং ঢাকায় একটি প্রতিনিধি সম্মেলনও করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানান তিনি।

ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয় শেখ হাসিনার দৃঢ়চেতা ও সময়োচিত পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, "বাংলার জনগণকে সমুদ্রসীমা জয় নিয়ে সমাবেশের মাধ্যমে, জনসভার মাধ্যমে সামনে জানানো হবে।"
বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, জাসদের হাসানুল হক ইনু, শিরীন আকতার, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, বাসদের রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল, গণ আজাদী লীগের এস কে শিকদার, আওয়ামী লীগের আহমেদ হোসেন, ড. আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী
পবিত্র ওমরাহ হজ পালন করলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া একটার দিকে নবনির্মিত মাতাফ ব্রিজের দ্বিতীয় তলা দিয়ে সফর সঙ্গীদের নিয়ে তাওয়াফ শুরু করে রাত ৩টার দিকে ওমরাহ পালন সম্পন্ন করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া এরাবিয়াতে (ট্রলি) করে তাওয়াফ এবং সাফওয়া মারওয়া সাঈ করলেও পায়ে হেঁটেই তাওয়াফ এবং সাঈ করেন তারেক রহমান।
নিরাপত্তার কারণে ঢাকা থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সাংবাদিক এবং নেতাকর্মীদের মাতাফে (তাওয়াফের স্থান) প্রবেশ করতে এবং ছবি তুলতে দেওয়া হয়নি।
ওমরাহ'র আনুষ্ঠানিকতা সেরে খালেদা জিয়া, তারেক রহমান এবং তাদের সফর সঙ্গীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সৌদি রয়েল প্যালেসের উদ্দেশে যাত্রা করেন তারা।
দেশের ফেরার আগ পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে সেখানেই তারা অবস্থান করবে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র।

Tuesday, July 22, 2014

২ জুলাই (জাস্ট নিউজ) : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ-২০১৪ এর লোগো উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সিরিজের টাইটেল স্পন্সর ঢাকা ব্যাংক লিমিটেড লোগো উন্মোচন উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সিরিজের লোগো এবং ট্রফি উন্মোচন করেন ঢাকা ব্যাংক লিমিটেড’র প্রতিষ্ঠাতা এবং পরিচালক মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে ব্যাংকটির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস, সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আলতাফ হোসেন সরকার, খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, এমরানুল হক, খান শাহাদৎ হোসেন, কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক এবং বিভাগীয় প্রধানগণ।

ঢাকা ব্যাংকের সব গ্রাহকের মধ্যে উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে ‘স্কোর এন্ড উইন’ নামে একটি ক্যাম্পেইনও চালু করা হয়েছে। আগামী ২৩ তারিখ থেকে শুরু হবে এ ক্যাম্পেইন এবং পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-সিংগাপুর-ঢাকা এয়ার টিকেট ও গিফ্‌ট চেক। 

উল্লেখ্য, আগস্টের ২০ তারিখ থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে এবং চলবে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত। এ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি একদিনের ম্যাচ, দুইটি টেস্ট ও একটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। চারটি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।